Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
হাত দিয়েই যায় মানুষ চেনা৷ জীবনের চড়াই উৎরাই সমস্ত কিছুর পিছনেই জড়িয়ে রয়েছে আমাদের এই দুই হাত৷ আপনার সবসময়ের সঙ্গী এই দুই হাত৷ কিন্তু এই হাতের বিষয়েও অনেক কিছু রয়েছে৷ যা অনেকেরই অজানা৷ আপনি কি জানেন? এই হাতেই রয়েছে ২৭টি হাড়, ২৯টি জয়েন্ট এবং ১২৩টি লিগামেন্টস৷
আপনার হাতের সাইজই বলে দেবে আপনার ব্যক্তিত্বের পরিচয়৷ অবিশ্বাস্য লাগছে? তাহলে দেখে নিন কিভাবে সম্ভব এই বিষয়টি৷
১) আপনার বাম হাত এবং কনুই দিয়ে একটি ৪৫ডিগ্রি কোণ করুন৷ এরপর আপনার ডান হাতটি নিয়ে সেই হাতের বুড়ো আঙ্গুলটি কনুইয়ের ভিতরে রাখুন৷ এরপর আপনার হাতটি উপরে তুলে কবজির দিকে প্রসারিত করুন৷ যদি সেটি সঠিকমতন ঠিকঠিক জায়গায় যেতে পারে তবে, আপনার হাত লম্বা এবং যদি আপনি কবজি প্রসারিত করতে না পারেন সঠিক ভাবে তবে, আপনার হাত ছোট৷
২) যদি আপনার হাত ছোট হয় তাহলে আপনি সহজেই যেকোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন৷ সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে আপনি অনেক সমস্যারও সম্মুখীন হন৷ কিন্তু সেই সমস্যার সমাধানও করতে পারেন আপনি খুব সহজেই৷
৩) আপনার হাত যদি ছোট হয় তবে আপনার সম্পর্কটিও রয়েছে একটি নাটকীয় অবস্থায়৷
৪) যদি আপনার হাত লম্বা হয়৷ তবে, আপনি সব কাজই নির্ভুলভাবে করেন৷
৫) লম্বা হাত যাদের তারা খুবই সংবেদনশীল মানুষ হয়ে থাকেন৷
৬) আপনার হাতের আকৃতি যদি আয়তকার হয় তবে আপনি খুবই সাহসী৷ নিজের সমস্যা নিজে মেটানোর স্পর্ধা রাখেন৷
৭) আপনার হাতের আঙ্গুল যদি ছোট ছোট হয় তবে, আপনি প্রতিটি বিষয়েই খুব সহজে বিশ্বাস করেন৷