হা‌সিনা প‌রিবার ও দোসরদের নিয়ে পা‌লিয়েছে -‌জিএম সিরাজ

বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন খু‌নি হা‌সিনা শুধু একা পালায়‌নি। বোন, ছেলে, ভাগ্নে ভা‌গ্নি সকলে একসাথে পা‌লিয়েছে। এলাকার এম‌পি, তাদের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই পালিয়েছে।

সাবেক এই সাংসদ বলেন জনগনের ভোটে এম‌পি না হয়েও তারা মিথ‌্যাচার করেছে। ডাকা‌তি করেছে। হা‌সিনা ৩০০ জন এম‌পিসহ পা‌লিয়েছে।

গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন ফ‌্যা‌সিস্ট হা‌সিনা সরকার শুধু দেশের সম্পদ লুট করেনি। তারা আমাদের সংস্কৃ‌তিকে লুট করেছে। মুসলমানদের ঈমানে আঘাত করেছে, আত‌্যাচার করেছে। ইসলাম ও ঈমানের কথা বলা দেশের আলেমদের নির্যাতন করেছে।

বুধবার বগুড়ার ধুনটের জিএম‌সি ডি‌গ্রি কলেজ মাঠে অনু‌ষ্ঠিত ইফতার মাহ‌ফিল পূর্ব আলোচনা সভায় বক্তৃতাকালে তি‌নি এসব কথা বলেন। চৌ‌কিবাড়ী, মথুরাপুর ও গোপালনগর ইউ‌নিয়ন বিএন‌পি এবং অঙ্গ সংগঠন গুলো এ মাহ‌ফিলের আয়োজন করে।

ইফতার মাহ‌ফিল পূর্ব আলোচনা সভায় বগুড়া জেলা বিএ‌নপির সদস‌্য আ‌সিফ সিরাজ রব্বানী বলেন ফ‌্যা‌সিস্ট হা‌সিনার পতনের মধ্যদিয়ে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তবে এখনও দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে।

ধুনট উপ‌জেলা বিএন‌পির সাবেক সি‌নিয়র সহসভাপ‌তি ও মথুরাপুর ইউ‌নিয়ন প‌রিষদের সাবেক চেয়ারম‌্যান প্রভাষক মাহবুবুর রহমান ফিরোজের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় বক্তব‌্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

বিএনপি নেতা জয়নাল আবেদীন ও জেল হোসন ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএন‌পি নেতা মাহফুজার রহমান শাহ আলী, আবুল কালাম আজাদ, শাহীন আলম, যুবদল নেতা সুমন খন্দকার, প্রভাষক আল আ‌মিন, বুলবুল আহমেদ রঞ্জু, আরাফাত রহমান কো‌কো স্মৃ‌তি প‌রিষদ ধুনট উপজেলা শাখার সভাপ‌তি রুহুল আ‌মিন মাসুদ ও ছাত্রদল নেতা আলম হাসান।

ইফতার মাহ‌ফিলে বগুড়া জেলা বিএনপির সাবেক সদস‌্য গোলাম মাহবুবু প্যারিস, ধুনট পৌর বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, আকতার আলম সেলিম, এ্যাড. রেজানুর রহমান ঠান্ডু, এনামুল হক শাহীন, হাসান শাহিদ বাদশাহ, সাদ্দাম হোসেন বাবু, আব্দুস সাত্তার, জিএমসি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, জিয়া পরিষদ নেতা নুরে আলম জুয়েল, যুবদল নেতা আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, জাহাঙ্গীর আলম লিটন, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, আরাফত রহমান জনি, রাজু আহম্মেদ, মোশারফ হোসেন, শ্রমিকদল নেতা আশাদুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীসহ দেশ ও মানুষের কল‌্যানে বিশেষ মোনাজাত অনু‌ষ্ঠিত হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ