আইপিএলের চলতি আসরে শুক্রবার দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি ইএসপিএন।
আসরে সাত ম্যাচের চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সানরাইজার্স হায়দারাবাদ। অপরদিকে সাত ম্যাচের ৩টিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে পাঞ্জাব।
এদিকে চলতি আসরে হায়দারাবাদের হয়ে বাংলাদেশী পেসার মোস্তফিজুর রহামান মাত্র একটি ম্যাচ খেলেছেন। তবে তেমন সুবিধাকরতে পারেননি গত আসরের সেরা উদীয়মান খেলোয়াড়। ২.৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। তাই পরের ম্যাচগুলোতে তাকে সাইড লাইনের বাইরে বসে থাকতে হয়েছে। আজকের ম্যাচে সেরা একাদশে দেখা যাবে কিনা সেটা সময়ই বলে দেবে। দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ।