হুমকি-ধমকিতে ভয় পায় না আ.লীগ : নাসিম


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

 

পাবনা প্রতিনিধি.


    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঈদের পর বিএনপির আন্দোলন হবে অর্থহীন। দলটিরি অতীতের আন্দোলন এ দেশের মানুষ দেখেছে।

    আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কাজিপুর এবং সিরাজগঞ্জে মডেল ফার্মেসি উদ্বোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী এসব কথা বলেছেন।

    নাসিম বলেন, তাদের জ্বালাও-পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি-ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। বরং বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। একাদশ সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে।

    মডেল ফার্মেসির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এসব ফার্মেসিতে গুটি কয়েক ওষুধ ছাড়া চিকিৎসকের প্রেসক্রিপশনবিহীন কোনো ওষুধ বিক্রি হবে না। নকল, ভেজাল ওষুধও বিক্রি হবে না। এসব ফার্মেসি হবে সরকারের বিশুদ্ধ ওষুধ বিক্রির একটি মডেল ব্যবসাপ্রতিষ্ঠান।

    এ সময় মন্ত্রী সঙ্গে ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, পরিচালক মো. রুহুল আমীন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. উদয় নারায়ণ মোহন্ত।

    পরে নাসিম শহরের হোসেনপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত আলতাব হোসেনের বাসায় যান এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অসুস্থ সভাপতি আমিনুল ইসলাম টাবুর বাসায় যান। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শহর আওয়ামী লীগের সভাপতি হাজি ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানীউল হক দানী মোল্লা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় তিনি জেলা পুলিশ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ