১০০ পেরোলো বাংলাদেশ, সাকিবের অর্ধশত

ক্রীড়া ডেস্ক.



অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে অর্ধশত রান করেছেন সাকিব আল হাসান। ইনিংসের ২৮তম ওভারে অ্যাস্টন আগারের বলে দুই রান তুলে নিয়ে ৬৬ বলে অর্ধশত রান পূরণ করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এর আগে, রবিবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বিদায় নেন তিন ব্যাটসম্যান- সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান। তাদের মধ্যে সৌম্য আট রান করলেও রানের খাতা খুলতে পারেননি বাকি দুজন। ইনিংসের ৩.৬ ওভারে দলের রান তথন মাত্র ১০।

দলের এই যখন অবস্থা তখন মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে সাথে নিয়ে দলের হাল ধরেন, গড়লেন প্রতিরোধ। ইতিমধ্যে দলের বিপর্যয় কিছুটা হলেও কাটিয়েছেন তারা দুজন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৩ বলে ৩৪ রানে তামিম এবং ৬৬ বলে ৫০ রান নিয়ে মাঠে আছেন সাকিব। বাংলাদেশের স্কোর- ১০১/৩ (২৯.৫ ওভার)।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ