Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের বর্তমান শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১২শ’ শয্যায় উন্নীতকরণ ও সেবা চালুকরণে অর্থ বিভাগের অনাপত্তির চিঠি প্রেরণ করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিব হাবিবুন নাহার স্বাক্ষরিত চিঠিতে অনাপত্তির ব্যাপারে জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের আওয়াতাধীন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হা সপাতাল, বগুড়া এর শয্যা সংখ্যা ৫০০ হতে ১২০০ শয্যায় উন্নতীকরণ ও সেবা চালুকরণ অর্থ বিভাগের অনাপত্তি নির্দেশক্রমে জ্ঞাপণ করা হলো।
চিঠিতে শর্তের কথা উল্লেখ করে আরও জানানো হয়েছে, এ সংক্রান্ত প্রচলিত নিয়মকানুন ও বিধিবিধান অবশ্যই পালন করা করতে হবে।
এ ব্যাপারে শজিমেক হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল পুণ্ড্রকথাকে বলেন, ‘৫০০ থেকে ১২০০ শয্যায় উন্নতীকরণ ও সেবা চালুকরণে অর্থবিভাগের অনাপত্তি সংক্রান্ত চিঠি পেয়েছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। শয্যা বাড়ার ফলে বগুড়াসহ উত্তরের কয়েকটি জেলা যেমন জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধার রোগীদেরও ভোগান্তি কমবে।’
পুন্ড্রকথা অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। যার লিংক দেখতে এখানে ক্লিক করুন।