১৩ ডিসেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করবে হেফাজত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির নেতা নূর হোসেন কাসেমি জানিয়েছেন আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় মার্কিন দূতাবাস ঘেরাও করা হবে।

    জুমার নামাজ শেষে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

    কাসেমি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনারা বুধবারের কর্মসূচিতে যোগ দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

    বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করা হয়। মোনাজাতে শরিক হোনে মুসল্লিরা।

    ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবের মতো দেশগুলোর আহ্বানের তোয়াক্কা না করেই ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের অশান্তি আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।

    এমনকি ইসরায়েলি দৈনিক হারেৎস এক সম্পাদকীয় নিবন্ধে মন্তব্য করেছে, এই সিদ্ধান্তে শুধু লাভ হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার অতি কট্টরপন্থী সমর্থকদের। ট্রাম্পের বিতর্কিত ওই ঘোষণার পরই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

    প্রসঙ্গত, ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের বিরুদ্ধে নতুনভাবে ইন্তিফাদা বা অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেও মনে করে সংগঠনটি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ