২১ আগস্ট জোট সরকার ঘৃন্য রাষ্ট্রীয় হত্যাকান্ড ঘটিয়েছে -মজনু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    তারিকুল ইসলাম.

    ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের স্মরণে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আরও একটি ১৫ আগস্ট ঘটাতেই ২১ আগস্ট জোট সরকারে ঘৃন্য রাষ্ট্রীয় হত্যাকান্ড ঘটিয়েছে। প্রকৃত পক্ষে ১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিরা একই।

    ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপদেষ্টা গোলাম হোসেন সরকার, সহসভাপতি কুদরত-ই খুদা জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।

    সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা এবং দলীয় নেতবৃন্দকে হত্যার ঘটনায় ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবী জানান।

    অনুষ্ঠানে শেরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শাহজামাল সিরাজী, সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগ নেতা বাহাদুর আলী, এসএম মাসুদ রানা, রবিউল আওয়াল, আব্দুর রাজ্জাক, হাসান আহম্মেদ জেমস, আলেফ বাদশা, শাহ আলম, সাইফুল ইসলাম, হারেজ উদ্দিন আকন্দ, আল মাসুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদৌলা রিপন, যুবলীগ নেতা চপল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নূরে আলম সানি, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান শুভ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাসান মাহমুদ রাব্বী ও যুগ্ম আহবায়ক পারভেজ হাসান সহ উপজেলা-পৌর-ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ