৩০ অক্টোবরের মধ্যে চাল-গম ব্যবসায়ীদের লাইসেন্স নিতে হবে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা ১ টনের বেশি চাল বা গমের ব্যবসা করতে চায় তাদের, এ মাসের মধ্যেই লাইসেন্স নিতে হবে।

    আজ সোমবার সচিবালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

    বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের লাইসেন্স নেওয়ার আহ্বান জানিয়ে আগামী ১০ অক্টোবরের মধ্যে নোটিস জারি করা হবে।

    এ ছাড়া কোনো ব্যবসায়ী কতটুকু চাল ও গম মজুদ রেখেছেন তা নীতিমালা অনুসারে ১৫ দিন পর পর সরকারের কাছে প্রতিবেদন দিয়ে জানানো বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান মন্ত্রী।

    তিনি বলেন, ‘খাদ্য কর্মকর্তারা এতদিন অজ্ঞতা বা অন্য কোনো কারণে মজুদ পরিস্থিতির এই প্রতিবেদনের বিষয়ে সচেতন ছিলেন না।’

    তিনি আরও বলেন, ‘দেশে চালের কোনো ঘাটতি নেই। চালের বাজার স্থিতিশীল। কিছু অসাধু ব্যবসায়ীরা চাল নিয়ে চালবাজি করার চেষ্টা করেছিল। কিন্তু সরকারের পদক্ষেপে চালের বাজার স্থিতিশীল রয়েছে।’

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ