দ্বিতীয় দিন শেষে ৮৮ রানের লিড নিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক.



মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ৪৫ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ২৬০ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট হয়। ৪৩ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় দিন শেষে ৮৮ রানের লিড নিয়েছে।

শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে দ্বিতীয় ইনিংসের প্রথম থেকেই তামিম ইকবাল ও সৌম্য সরকার সাবধানী ব্যাটিং শুরু করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাস্টন অ্যাগারের বলে উসমান খাজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। আউট হওয়ার আগে ৫৩ বল খেলে তিনি ১৫ রান করেন।

দলীয় ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। দিন শেষে তামিম (৩০) ও তাইজুল ইসলাম (০) রানে অপরাজিত থাকেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ