৬৭ বলে ২০০ !

ক্রীড়া ডেস্ক.

মাত্র ৬৭ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লেখালেন রুদ্র ধাণ্ডে! ডাবল সেঞ্চুরির পর ১৯ বছর বয়সী মুম্বাইর এই যুবককে নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেট মহলে।
মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ইন্টার-কলেজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০০ করে নট আউট থাকেন রুদ্র। আবিস রিজভি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিজবি কলেজের হয়ে ব্যাটিং করছিলেন তরুণ ক্রিকেটার। প্রতিপক্ষ ডালমিয়া কলেজের বোলারদের শুরু থেকেই আক্রমণ করতে শুরু করেন তিনি। মাত্র ৩৯ বলে শতরান ছুঁয়ে ফেলেন রুদ্র। এরপর ৬৭ নম্বর বলে দ্বিশতরানও করে ফেলেন তিনি।
রুদ্রর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২২ রানের টার্গেট দেয় রিজভি কলেজ। ইনিংসে ২১টি চার ও ১৫টি ছক্কা হাঁকিয়েছেন রুদ্র। ম্যাচ শেষে রেকর্ড সৃষ্টি করা রুদ্র বলেন, ‘বিষয়টি ভাষায় প্রকাশ করতে আমার কাছে কোনো শব্দ নেই। ভাবতেই পারছি না। তবে এটা আমার বাবা-মার বিবাহবার্ষিকীর উপহার।’
ডাবল সেঞ্চুরি ছাড়াও এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫টি শতরানের ইনিংস রয়েছে রুদ্রর। প্রিয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের মতোই ব্যাট চালিয়ে খেলাই পছন্দ রুদ্র ধাণ্ডের।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ