৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালীর মুক্তির সনদ -মজিবর রহমান মজনু

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, জাতির জনকের ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালীর মুক্তির সনদ। মহান মুক্তিযুদ্ধ ও ৭মার্চ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু’র এ ভাষণের মধ্যদিয়ে জাতি অনুপ্রাণিত হয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই ভাষণের মধ্যদিয়ে আমরা মুক্তি পেয়েছি। এ ভাষণ যুগ যুগ ধরে বাঙালী জাতিকে শক্তি ও সাহস যোগাবে। ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য হিসেবে জাতির জনকের এ ভাষণ স্বীকৃতি লাভের পর থেকে এটি বিশ্বের সম্পদ হিসেবে রূপ পেয়েছে। ঐতিহ্যের এ ভাষণ এখন বাঙালীর গর্ব।

বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য স্বীকৃতি লাভ করায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছাত্তার, ধুনটের গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন নাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী সাহা, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ