৮ ম্যাচ নিষিদ্ধ অস্কার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.



    চেলসির সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। গত রবিবার সাংহাই এসআইপিজি’র ম্যাচ চলাকালীন সংঘর্ষের ঘটনায় এই ব্রাজিলিয়ান তারকাকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করেন চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।

    মারমুখি ভঙ্গিমায় বলে কিক করেছিলেন অস্কার এবং প্রতিপক্ষ দল গুয়াংজুর দুই খেলোয়াড়কে উদ্দেশ্য করেই এমনটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। এই ঘটনায় সঙ্গে সঙ্গে দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

    আট ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চাইনিজ সুপার লিগে খেলতে পারবেন না অস্কার। সেইসঙ্গে চেলসির সাবেক খেলোয়াড়কে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করে চাইনিজ সুপার লিগের গভর্নিং বডি।

    বুধবার শুনানিতে শাস্তির নিষেধাজ্ঞা দেয়া হয়। চীনে আট ম্যাচ নিষিদ্ধ অস্কার শুনানিতে উপস্থিত ছিলেন না। তবে এত বড় শাস্তি মেনে নিতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি জার্সি পরা ছবি পোস্ট করে তার ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছুই করার নেই। কিছুই বলার নেই।’

    চাইনিজ সুপার লিগের চলমান আসরে ২১টি ম্যাচে অংশ নিয়েছেন অস্কার। দলের হয়ে চারটি গোল করার পাশাপাশি ১০টি গোলে অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ