নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.
নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বাবু সাধন মজুমদার এমপি বলেছেন, শিক্ষা যেমন জাতীর মেরুদন্ড ঠিক তেমনই শিক্ষা উন্নত জাতীর মাপ কাঠি। যে দেশের জাতী যত শিক্ষিত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, জাতীকে সু-শিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সোনর বাংলা গড়ার স্বপ্ন পুরণে তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা সেক্টরে সর্বচ্চ গুরুত্ব দিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরের জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে নির্মিত তিন তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় তিনি কথাগুলি বলেন। তিনি আরো বলেন, আগামী দিনে দেশকে বিশ্বের উন্নত দেশের কাতারে নিতে হলে জাতীকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাই প্রতিটি ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোতাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসমত এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, মহিলা কলেজের ভাইস প্রেন্সিপাল আ: মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন প্রমুখ। অপরদিকে বিকেলে প্রধান অতিথি উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা আওয়ামী কৃষকলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

