Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা-এলাঙ্গী বাজারের পাকা সড়কের কয়েকটি স্থানে ধ্বসে গেছে। এতে ওই সড়কে যানবহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ধুনট উপজেলা সদর থেকে সোনাহাটা পর্যন্ত ৯ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ওই সড়কের নলডাঙ্গা বাজার থেকে এলাঙ্গী বাজারে যাওয়ার সড়ক। ২০০৩ সালে সড়কটি পাকা করা হয়। পরবর্তিতে সড়ক জুড়ে পিচ উঠে এবং খানা-খন্দ সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে যায়। সর্বশেষ ২০১৬ সালে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে সড়কটির মেরামত কাজ করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, এলাঙ্গী বাজারের পাশে দুবলাগাড়ী খালের উপর একটি সেতু রয়েছে। ওই সেতুর পূর্ব ও পশ্চিম তীরে দু’পাশে সড়ক ধ্বসে গর্তের সৃষ্টি হয়েছে। ওই সেতুর মাত্র ১০০ গজ পূর্ব পাশে সড়কের এক পাশে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির মাছ চাষের পুকুর রয়েছে। অন্যপাশে ওই সড়কের জন্য মাটি কেটে খাল সৃষ্টি করা হয়েছে। বর্ষায় ওই স্থানে সড়কটি দু’পাশ থেকে ধ্বসে গেছে। এতে সড়কটি দিয়ে যানবহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে সড়ক দিয়ে যানবহন চলাচলের অনুপযোগী হলেও কোন ব্যবস্থা সরকারি ভাবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
পথচারী ঈমান আলী বলেন, এ বছরের বর্ষায় দু’পাশ থেকে সড়কটির মাটি ধ্বসে গেছে। বর্তমানে যতটুকু অংশ রয়েছে, কোন ভাবে রিক্সা, ভ্যান পারাপার হতে পারে। তবে সেটাও ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। ভটভটি, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের পণ্য আনা-নেওয়ায় অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল বলেন, সড়কটির ৪ স্থানে মাটি ধ্বসে সড়কে যানবহন চলাচলে বিঘ্ন ঘটছে। আপাতত ব্যক্তিগত উদ্যোগে ধ্বসে যাওয়া স্থানে বালুর বস্তা দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। পরবর্তিতে সরকারি ভাবে স্থানীয় সমাধান করা হবে।