সরাসরি উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের এক সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেওয়া এ সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর কোরিয়া যদি তাদের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ না করে তাহলে সংঘর্ষ অবশ্যাম্ভাবী। কিন্তু একই সঙ্গে এটাও জানান, শান্তিপূর্ণ উপায়ে তিনি বিরোধ মোকাবেলা করতে চান।
আগামীকাল শনিবার ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার রয়টার্স সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে তিনি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও তিনি এ বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা চান। এ জন্য তার প্রশাসন বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি সামরিক বাহিনীকেও প্রস্তুত রাখছেন।
তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করাটা পছন্দ করি কিন্তু তা খুবই কঠিন।
৪২ মিনিটের সাক্ষাৎকারে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েনের খরচ পরিশোধ করবে এটাই চান। থাড মোতায়েনে মোট ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। এ ছাড়া তাদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রচুর বাণিজ্য ঘাটতি রয়েছে। খুব শিগগিরই তিনি এই পর্যালোচনার ঘোষণা দেবেন বলে জানান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ