ধুনটে এসিডদগ্ধ নারীকে গরু প্রদান

আবু সুফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় এসিডদগ্ধ নারীকে পুর্নবাসনের লক্ষ্যে গরু প্রদান করা হয়েছে।

২০০৮ সালের ৩০ এপ্রিল রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের এসিডে আক্রান্ত হোন আনারপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী পিয়ারা খাতুন।

মঙ্গলবার ব্র্যাক ধুনট এরিয়া কার্যালয়ে পিয়ারা খাতুনের হাতে গরুটি তুলে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, পৌর মেয়র এজিএম বাদশাহ্, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্র্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক জিল্লুর রহমান, জেলা ব্যবস্থাপক জলিলুর রহমান, ব্র্যাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার, ধুনট এরিয়া ব্যবস্থাপক হাসানুল কবির ও ফিল্ড অর্গানাইজার সোলায়মান আলী উপস্থিত ছিলেন।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ