চার দিনের রিমান্ডে জঙ্গি কমান্ডার মেহেদী


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


র‌্যাম্প মডেল থেকে জেএমবির ‘ব্রিগেড আদ দার-ই-কুতনীর কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের (২৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মেহেদী হাসানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন। মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
    আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। তবে ইমাম মেহেদী হাসানের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

    প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকার দক্ষিণ বনশ্রীতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও উগ্রবাদ সংক্রান্ত বই উদ্ধার করা হয়। তিনি রাজধানীর বনানী ও উত্তরা পশ্চিম থানায় মামলার এজাহারভুক্ত আসামি।

    মেহেদী হাসান পটুয়াখালীর বাউফল থানার রাজাপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ