ধুনটে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ

 

আবু সুফিয়ান.



বগুড়া জেলা ব্যাপী শনিবার বিএনপির অর্ধদিবস হরতালের প্রতিবাদে ধুনটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আ.লীগের সহসভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহসভাপতি কুদরত-ই খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।


অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ