Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
আব্দুল হালিম লাভলু, সিরাজগঞ্জ থেকে.
সম্প্রতি এমফোরসি প্রকল্পের সাথে নতুনভাবে পার্টনারশীপ করেছে দেশের শীর্ষ স্থানীয় এনজিও ব্র্যাক। উত্তোরাঞ্চলের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় ব্র্যাক এনডিপির আদলে এমফোরসি কার্যক্রম বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে ব্র্যাকের সাতাশ সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার কাজিপুরের দুর্গম চর এলাকা নাটুয়ার পাড়া, চরগিরিশ ও নিশ্চিপুরে দিনব্যাপী এনডিপি-এমফোরসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে।
এনডিপি এমফোরসি প্রকল্পের ইন্টারভেনশন স্পেশালিস্ট শামছুল আলম জানান, দুটি সংস্থার প্রতিনিধি দলের পারস্পরিক এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল, চরবাসিদের জন্য দক্ষ বাজার ব্যবস্থাপনা এবং মৌসুমী ঋণ সহায়তা সহজীকরণ অভিজ্ঞতা বিনিময়। এসফোরসি প্রকল্পটি কৃষি উপকরন সরবরাহকারী কোম্পানি, এনডিপি এবং চরেরর মানুষের সাথে একটি নিবিড় বাজার ব্যবস্থাপনা তৈরি করতে চায়। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, চর এলাকায় কৃষি প্রযুক্তি হস্তান্তর ও উচ্চ ফলনশীল জাত চাষাবাদের প্রযুক্তিগত সহায়তার জন্য আমরা কাজ করছি।
এমফোরসি প্রকল্প এনডিপির মাইক্রোফাইনান্স কর্মসূচীর সাথে কৃষকদের সহজ শর্তে ৬ মাস মেয়াদী ঋন প্রদান করছে। এতে কৃষকরা সহজ শর্তে ঋন পাওয়ায় কৃষকরা সঠিক সময় ভাল মানের সার বীজ কীটনাশক ক্রযের মাধ্যমে ভাল ফলন পাচ্ছে। ভালভাবে শুকিয়ে সময়মত বাজারজাত করায় ভাল দামও পাচ্ছে। এমেেফারসি এধরনের কার্যক্রম অন্যান্য চরএলাকার সুবিধা বঞ্চিত কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে এবছর ব্র্যাকের সাথে একটি চুক্তি করে।
প্রতিনিধিদলে ছিলেন, ব্র্যাকের ক্লাস্টার ম্যানেজার মোঃ ছাইদুল হক, ডিষ্টিক সেক্টর স্পেশালিষ্ট মোঃ ওমর আলী সহ ব্র্যাকের রংপুর, গাইবান্দা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, পিও। সফরে এমফোরসির প্রতিনিধি হিসাবে ছিলেন মোঃ রবিউল করিম, অভিজিৎ কুমার রায়, ফারহানা নাহিদ এবং এনডিপির মাইক্রোফাইনান্স কর্মসূচীর এরিয়া ম্যানেজার মোঃ ওমর ফারুখ, ব্রাঞ্চ ম্যানেজার ইব্রাহিম হোসেন।
সফরকারীরা প্রথমে এমফোরসি প্রকল্পের আওতায় ভাল মানের সার বীজ কীটনাশক ও টেকনোলজি কিভাবে কৃষকদের মাঝে পৌছে দিয়ে ভাল ফলাফল পাওয়া যায় সে সম্বন্ধে জানতে নাটুয়ারপাড়া হাটে চরএলাকায় কর্মরত সেমকো এবং পেট্রোকেম কোম্পানীর ডিষ্টিবিউটর, রিটেলার, শুকানোর উপকরন বিক্রেতা, এবং এসিআই গোদরেজের ডিষ্টিবিউটরের সাথে কথা বলেন।
এর পরে তারা চরগিরিশ ইউনিয়নের চরগিরিশ গ্রামেরএকটি কৃষক দলে গিয়ে কৃষক, মরচি ব্যবসায়ী ,ভুট্টা ও গরুর চুক্তিবদ্ধ ব্যবসায়ী, এলএসপি, সেলিং সার্ভিস প্রভাইডার সহ বিভিন্ন মার্কেট এ্যক্টরের সাথে মত বিনিময় করেন।
অবশেষে তারা এনডিপির মাইক্রোফাইনান্স অফিসে গিয়ে কৃষিঋণ সম্বন্ধে বিস্তারিত জেনে নেন। তারা এনডিপির কৃষিঋণ কার্যক্রমের প্রসংসা করেন। তারা আশা করেন গাইবান্ধা ও কুড়িগ্রাম এলাকায় অনুরুপ প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চর অঞ্চলে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি বিগত পাঁচ বছর যাবত সফলভাবে মেকিং মার্কেট ওয়ার্ক ফর দ্যা যমুনা পদ্মা এন্ড তিস্তা চরস্ (এমফোরসি) প্রকল্প বাস্তবায়ন করছে। কাজিপুর, সিরাজগঞ্জ সদর এবং বেলকুচি উপজেলায় বাস্তবায়িত প্রকল্পটির অর্থায়ন করছে সুইচ এজেন্সি ফর ডেভেপমেন্ট কোঅপারেশন (এসডিসি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ।##