Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
পৃথিবীর অনেক দেশ তাদের দেশের দর্শনীয় স্থান ও প্রাচীন স্থাপত্য সমুহের সদ্ব্যবহার করে পর্যটকদের কাছ থেকে আয় করছে বৈদেশিক মুদ্রা। দেশের স্বার্থে কর্মসংস্থানের লক্ষ্যে ঐসব দেশের মানুষ ও সরকার সম্মিলিতভাবে কাজ করে বলেই অর্থনৈতীক বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে।
এ কথা সত্য যে, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি বদ্বীপের দেশ। দেশটির প্রতি পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের বিশেষ করে পর্যটকদের আকর্ষণ রয়েছে। তারা মুগ্ধ হয়ে এ দেশে ভ্রমণে আসে। সত্যিকারার্থেই এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তাই তো কবি বলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।
অথচ, এমন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের ব্যর্থতার শেষ নেই। আছে নানা ধরনের প্রতিবন্ধকতা, রয়েছে সচেতনতার অভাব। বাংলাদেশের প্রচীন স্থাপত্য শৈলী হিসেবে বগুড়া জেলাও পর্যটকদের কাছে কোন অংশে কম নয়। বগুড়া জেলার ধুনট উপজেলাসহ প্রত্যেক উপজেলায় রয়েছে হাজারও প্রত্নতাত্বিক প্রাচীন নিদর্শন ও সম্ভাব্য পর্যটন স্পট। যা কোন এক সময় সরকারের প্রচেষ্টায় পর্যটন শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব। হতে পারে অর্থনৈতীক আয়ের উৎসের পাশাপাশি বেকার সমস্যার সমাধান।
যেমন বগুড়া জেলার ধুনট উপজেলায় বিলচাপড়ী বাঙ্গালী নদীর মহনা একটি সম্ভাব্য পর্যটন স্পট। এখানে প্রতি ঈদ ও পুজোৎসবে বিভিন্ন এলাকার মানুষ তথা পর্যটন প্রেমীরা প্রাকৃতিক সুন্দর্য উপভোগ করতে আসে প্রায়ই। বিশেষ করে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে একটু নির্মল আবহাওয়া ও প্রকৃতির পড়স পেতে শতশত লোকের সমাগম ঘটে। এমন একটি প্রাকৃতিক পরিবেশে সৃষ্টি হয়েছে মাদক সেবী ও বিক্রেতাদের আড্ডা খানা। এখানে দুর থেকে এসে প্রতিরাতেই মাদক সেবন ও বিক্রি করে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকার মাদক ব্যবসায়ীরা। এলাকার সুশীল সমাজের সাধারন মানুষ গুলো সন্ধ্যার পর প্রকিৃতির পড়স নিতে বিব্রত বোধ করছে। বিলচাপড়ী বাঙ্গালী নদীর মহনায় রয়েছে ভ্যমনের জন্য নৌকা, আছে নির্মল আবহাওয়া ও মনরঞ্জনের মত সুস্থ পরিবেশ। সেই পরিবেশে এখন মাদক সেবীদের কারনে দিন দিন দর্শনার্থী কমে যাচ্ছে।
এমন কি স্থানীয়রাও সেখানে একটু নির্মল আবহাওয়ার কাছে যেতে সংকোচ বোধ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিলচাপড়ী এলাকার কয়েকজন সচেতন ও জনপ্রতিনিধি জানান, প্রায় প্রতিরাতেই বিলচাপড়ী ব্রিজে ভিন্ন ভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা এসে স্থানীয় মাদক সেবীদের সাথে আড্ডা দিয়ে আসছে। যা বাজারের সুস্থ পরিবেশকে নষ্ট করছে। বাজার সংলগ্ন বিলচাপড়ী বাঙ্গালী নদীর মহনার বুকের উপর প্রতিষ্ঠিত আছে, একটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কাওমী মাদ্রাসা ও একটি দাখিল মাদ্রাসা।
এসকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথেই রয়েছে বিলচাপড়ী নদীর সুন্দর্য মন্ডিত ব্রিজ ও নির্মল পরিবেশ। যা দর্শনার্থীদের মন জয় করতে ও আনন্দ দিতে যথেষ্ট ভুমিকা রাখে। সরকারের সু দৃষ্টি হলে বিলচাপড়ী বাঙ্গালী নদীর মহনা হতেপারে সুন্দর পর্যটন স্পট। আয়ের উৎস হবার পাশাপাশি বেকার সমস্যার সমাধানও হতে পারে বলে মনে করেন স্থানীয় বিশিষ্ট জন ও পর্যটন প্রেমীরা।