আবু জাহের, শেরপুর(বগুড়া)প্রতিনিধি.
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শেরুয়া বটতলা এলাকায় দূর্ঘটনায় কবলিত মাইক্রোবাস থেকে শনিবার বিকালে খবর পেয়ে থানা পুলিশ ৩মণ গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাইক্রোবাস চালক আনোয়ার হোসেন(৩৫) কে আটক করা হয়েছে।
জানা যায়, কুমিল্লা জেলার কতোয়ালি থানার আড়াইউরা গ্রামের আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন ঢাকা থেকে উত্তরাঞ্চালগামি একটি মাইক্রোবাস(চট্র-মেট্রো-গ-১১-২৭৫৩)ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌছলে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী পান বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৩-৪১৮২)ধাক্কা লাগে।
এতে মাক্রোবাসটি মহাসড়কের উপর উল্টে গেলে গাড়ির চালক আনোয়ার হোসেনকে আহত অবস্থায় স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
এ সময় রাস্তায় যানজটের সৃস্টি হলে এলাকাবাসী মাক্রোবাসটি রাস্তা থেকে সরানোর সময় গাড়ির ভিতরে বস্তাভর্তি গাজা দেখতে পেয়ে শেরপুর থানা পুলিশে খবর দিলে তারা গাজা গুলো উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি থানায় নিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ খান এরফান বলেন- চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

