জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির নানগরহর প্রদেশের অচিন জেলায় মার্কিন-আফগান সেনাদের একটি যৌথ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তরফ থেকে এই দুই সেনার মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হয়েছে। পেন্টাগন মুখপাত্র নৌ-ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, আফগানিস্তানের দক্ষিণে নানগারহার এলাকায় আইএসবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন।
চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তানের সীমান্তবর্তী নানগারহার প্রদেশের আচিনে আইএসের একটি গোপন ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বড় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরমাণু অস্ত্র বাদ দিলে দেশটির হাতে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা যেটি, সেই ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি) ফেলা হয় সেখানে।
এর পরপরই কাবুল সফর করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের জন্য নতুন নীতি তৈরির কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পরিপ্রেক্ষিতেই আফগানিস্তান সফরে গিয়েছিলেন ম্যাটিস। সূত্র: সিএনএন