শেরপুরে আনসার(ভিডিপি)ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

শেরপুর(বগুড়া)প্রতিনিধি.


বগুড়ার শেরপুরে শারদীয় দূর্গাপূজা মন্ডপে আনসার নিয়োগে অনিয়মের অভিযোগে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


    সোমবার দুপুরে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন,শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের আনসার পিসি গ্রুপ কমান্ডার মো.শফিকুর রহমান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ সময়কাল যাবত শেরপুর উপজেলা আনসার অফিসের মাধ্যমে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। আসন্ন শারদীয় দূর্গা উৎসবে আনসার নিয়োগ নিয়ে তার কাছ থেকে শেরপুর উপজেলা আনসার(ভিডিপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে আরা গত শনিবার দুপুুরে নগদ ৫’শ টাকা ঘুষ দাবি করেন।
    পিসি শফিকুর রহমান আরও জানান, শুধুমাত্র ঘুষের টাকা না দেয়ার কারণে তাকে দূর্গা পূজায় আনসারের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি বলেন, শেরপুর উপজেলা আনসার কর্মকর্তা অনেক যোগ্যতা সম্পন্ন পিসি এবং আনসার সদস্যদের বাদ রেখে শুধুমাত্র টাকার বিনিময়ে নিয়োগ করেছেন। তাদের অতীত কোন যোগ্যতা নাই। অনেকের আনসার প্রশিক্ষনের বৈধ সনদপত্র নাই। এসকল অনিয়ম এবং দূর্নীতির বিষয়ে সুষ্ঠ তদন্তের দাবী করেছেন ওই আনসার সদস্য। এদিকে ঘুষ লেনদেনের অভিযোগের বিষয় নিয়ে শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত মহিলা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সিপি শফিকুর রহমান বাছাই করার দিনে অনুপস্থিত ছিলেন। তাই তাকে জেলা কর্মকর্তা বাদ দিয়েছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ