রোহিঙ্গা সংকটে উদ্বিগ্ন জাপান: পাশে থাকার অঙ্গীকার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। সেইসঙ্গে এই সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে দেশটি।বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দিয়েছেন।

    এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এ সময় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও শরণার্থী সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাপানকে পাশে চায় বলে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরিকে জানিয়েছেন তিনি।

    বুধবার সকালে ঢাকায় পৌঁছান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি। এর পর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন।

    বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

    প্রসঙ্গত, ২৫ আগস্ট মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলাকে কেন্দ্র করে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংসতা শুরু করে দেশটির সেনাবাহিনী ও বৌদ্ধ মগরা। এর পর থেকে প্রায় ৪ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ