ইমরান হোসেন ইমন.
সচেতন, অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার ও সংগঠতি জনগনই গণতন্ত্রের রক্ষাকবচ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কমিটি গঠন করা হয়েছে।
এউপলক্ষে বুধবার দুপুর ১২টায় ধুনট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক সেলিম রেজা সানু, সমন্বয়কারী মেহেদী হাসান, আলমাস আলী খান, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম ও সাংবাদিক মাসুদ রানা।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক রফিকুল আলমকে সভাপতি ও পৌর কাউন্সিলর আলী আজগর মান্নানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ধুনট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার ঘোষ, কোষাধ্যক্ষ জহুরুল মল্লিক, দপ্তর সম্পাদক বাবুল ইসলাম, প্রচার সম্পাদক মোকছেদুল হাসান ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক সারমিন সুলতানা, সদস্য মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, রেজভী আহম্মেদ, মামুনুর রশিদ, হারুনর রশিদ সোহেল, মাহবুবুল আলম সাইম, জমিলা খাতুন, ফেরদৌসী মীর, তাছলিমা খাতুন, মাসুদা আকতার ও ফরিদা পারভীন।
অনুষ্ঠান শেষে সুজনের বগুড়া জেলা ও ধুনট উপজেলা কমিটির নেতৃবৃন্দ ধুনট সদর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।


