আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্তাধীন আওয়ামী লীগ সরকার সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন।
নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাঁধা নেই। দেশের মানুষ নিজ ধর্ম পালন করলেও সকলে মিলে উৎসব উৎযাপন করছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা খর্ব করেছিল। অথচ বঙ্গবন্ধু কন্যা সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিনব্যাপী বগুড়ার ধুনট উপজেলার ২৭টি পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি পূজা মন্ডপের নিরাপত্তা ও অন্যান্য খোঁজ খবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া মন্ডপ গুলোতে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সহসভাপতি আব্দুস ছালাম, শফিকুল ইসলাম, বগুড়া জেলা পরিষদের প্যানেল মেয়র নাজনীন নাহার, সদস্য আতাউর রহমান, আলেফ বাদশা, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিকসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


