রাণীশংকৈলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক.

অপহরণের দু’দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে আব্দুল কাফি তোশা (৩) নামে এক শিশুর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাণীশংকেরের নন্দুয়া ইউনিয়নের মুনিষগাঁও সিরাজ মাস্টারের বাড়ির খড়ের গাদা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তোশা ওই গ্রামের মো. মাসুদ রানার ছেলে।
এ ঘটনায় শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চার জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গত ২৬ এপ্রিল সকাল ৯টার দিকে শিশু তোশা অপহৃত হয়। অপহরণের ৬ ঘণ্টা পরই পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ চাওয়ার পর থেকেই আর কোনো ফোন করেনি অপহরণকারীরা। পরে শুক্রবার সকালে শিশু তোশার গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে রানীশংকৈল থানা পুলিশ।
এ বিষয়ে রানীশংকৈল থানার ওসি মো, রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু’দিন যাবৎ শিশুটি নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও শিশু তোশাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তচার জনকে আটক করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ