রাতে মুখোমুখি চেলসি-ম্যানসিটি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

ক্রীড়া ডেস্ক.


ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-১।


    উয়েফা চ্যাম্পিয়নস লিগে উভয় দলই দারুণ জয় পেয়েছে। ছন্দে আছে দল দুটি। কিন্তু প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চেলসির চেয়ে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

    আজ ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে জয় পেলে পেপ গার্দিওলার দলকে ছুঁয়ে ফেলতে পারবে অ্যান্তোনিও কন্তের দল। আজ হারলে সেটা হবে চলতি মৌসুমে ম্যানসিটির প্রথম হার।

    এই ম্যাচে অবশ্য খেলতে পারবেন না চেলসির ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইস। আর্সেনালের বিপক্ষে লাল কার্ড দেখায় নিষেধাজ্ঞার মধ্যে আছেন তিনি। পাশাপাশি ইনজুরিতে আছেন দলে ভেড়ানো নতুন খেলোয়াড় ড্যানি ড্রিঙ্কওয়াটার। পেদ্রো যদিও সামান্য ইজুরিতে ভুগছেন, তবে আজ তাকে মাঠে নামাতে পারে।

    এদিকে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামতে পারবেন না সার্জিও আগুয়েরো। ইনজুরির কারণে ২ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

    চেলসির মাঠে ম্যানসিটির পরিসংখ্যানও ভালো না। স্টামফোর্ড ব্রিজে সবশেষ ২০ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে ম্যানসিটি। ড্র করেছে ৫টিতে। হেরেছে ১৩টিতে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ