Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
কারিমুল হাসান লিখন.
বগুড়া ধুনটে বিধবা আবেদা বেওয়ার পরিবারের সম্পত্তি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার নিমগাছী ইউনিয়নের উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী আবেদা বেওয়া ও দুই মেয়ে নিয়ে মরহুমের সম্পত্তি ভোগ দখল করে আসছিলো।
বিধবাকে অসহায় পেয়ে একই গ্রামের ইছাহাকের পুত্র হারুনুর রশিদ (৩৫) ও মামুনুর রশিদ (৩৮) ক্ষমতার দাপটে জোর পূর্বক সম্পত্তিতে থাকা বেল গাছ, পিয়ারা গাছ ও বাঁশ ঝাড় কেটে উক্ত সম্পত্তিতে ঘর উত্তোলন করেছে।বিধবার মেয়ে সেলিনা খাতুন উক্ত বিষয়ে গত ২৮/০৯/২০১৭ তারিখে উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এ বিষয়ে ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক জানান বিধবার মেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগটি সরেজমিনে তদন্ত করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।