নন্দীগ্রাম-কাহালুর উন্নয়নে কাজ করে যাব -তানসেন এমপি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি.

নন্দীগ্রাম-কাহালু আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে শিখেছে। জনগণ যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছে তার প্রতিদান আমি উন্নয়নের মাধ্যমে দিতে চাই। যতদিন বেঁচে আছি ততদিন নন্দীগ্রাম-কাহালুর উন্নয়নে কাজ করে যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক নাজির হোসেন, অরুন চন্দ্র, আ’লীগ নেতা সেকেন্দার আলী, যুবলীগ নেতা বৌদ্দ চন্দ্র, জাসদ নেতা জুৃলফিকার আলী ভূট্টো প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ