ধুনটে র‌্যাবের অভিযানে আটক ১

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনটে র‌্যাপিড আ্যাকশান ব্যাটালিয়ন ১২ এর বিশেষ অভিযানে বজলার রহমান লস্কর (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক
করেছে। আটককৃত বজলার রহমান উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের অজোপাড়া এলাকার মৃত জয়েন আকন্দের ছেলে।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ তাকে আটক করে র‌্যাব। জানাযায়, দির্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের মাদকের ব্যবসা করে আসছিলো লস্কর। লস্কর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী ও তার বিরুদ্ধে একাধীক মাদক মামলাও রয়েছে বলে স্থানীয় সুত্রে জানাযায়। ঘটনার দিন ব্যাব ১২ এর বিশেষ অভিযানে তাকে তার নিজবাড়ি থেকে গাঁজাসহ আটক করে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ