ধুনটে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা

আমিনুল ইসলাম শ্রাবণ.


বগুড়ার ধুনট উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষার কার্যক্রম অনুষ্ঠিত হযেছে। রোববার সকাল ১০টায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয় চত্তরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এলাঙ্গী ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন এডু এহেড এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনটপৌর আওয়ামী লীগের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক আশেকুর রশিদ হেলাল। সংগঠনের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য দেন এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, এলাঙ্গী উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক শাহজামাল, সংগঠনের সিনিয়র সহসভাপতি ইলিয়াস আহমেদ ও ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ