ধুনট থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল বারীর মৃত্যুতে শোক

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল বারী (বাচ্চু) গত রবিবার রাত সাড়ে ৯ ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে ( ইন্নানিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়োস হয়েছিল ৫৩ বছর।

সে উপজেলার সদর ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত বোরহান উদ্দিন খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্তÍ ছিলেন। তিনি তার স্ত্রী এক ছেলে ও এক মেয়সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ধুনট থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সময়ে কোষাধক্ষ্য ও বর্তমানে তিনি নির্বাহী সদস্য ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় পর্ষদের সাধারন সম্পাদক তৌফিক হাসান ময়না, নির্বাহী সদস্য আব্দুল হান্নান, আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, ধুনট থিয়েটারের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সিনিয়র সহসভাপতি আফসার আলী, সাধারন সম্পাদক আয়নাল হক, সহ সাধারন সম্পাদক রেজাউল করিম, ধুনটে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ সহ থিয়েটারের সকল সদস্য বৃন্দ।

তারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ