প্রধান বিচারপতির বাসায় যাচ্ছেন বারের নেতারা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


ছুটি চাওয়ার বিষয়ে বিস্তারিত জানতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় যাচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের এই তথ্য জানান।

    তিনি জানান, ‘হঠাৎ করে প্রধান বিচারপতি ছুটি চাইলেন। উদ্ভূত পরিস্থিতি জানতে তার বাসায় যাচ্ছি।’

    আপনার সঙ্গে আর কে কে আছে জানতে চাইলে মাহবুব উদ্দিন খোকন জানান, ‘আমি আর বারের সভাপতি জয়নাল আবেদীন যাচ্ছি।’

    প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামীকাল থেকে এক মাসের ছুটিতে যাচ্ছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, উনি এক মাসের ছুটি চেয়েছেন। কাল থেকে আপিল বিভাগে উনি বসছেন না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া।

    বিচারপতি সিনহার চাকরির আরও তিন মাস বাকি আছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রয়েছে তার চাকরির মেয়াদ।

    ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সিনহা এই বছর সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে।

    বিচারপতিদের অসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের এই সংশোধন এনেছিল বর্তমান সরকার। হাই কোর্ট ওই সংশোধন বাতিলের পর আপিল বিভাগও একই রায় দেয়।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ