শেরপুরে পুলিশের অভিযানে ৫’শ বোতল ফেন্সিডিল উদ্ধার

আবু জাহের. শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর শহরতলী দারকিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ি থেকে সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ৫’শ বোতল ভারতীয়  ফেন্সিডিল উদ্ধার করেছে।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারকিপাড়া গ্রামের মৃত: জাহিদুর রহমানের স্ত্রী শারমিন সুলতানা মনির কাছ থেকে গাইবান্ধার জেলার পলাশবাড়ি উপজেলার মুড়ারিপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে মনিরুজ্জামান ও স্ত্রী মোছাঃ আলেমা খাতুনসহ ৩ জন গত ২ এপ্রিল সৌর বিদ্যুতের অফিসের নাম করে বাড়ি ভাড়া নেয়।
১০ এপ্রিল  সোমবার দুপুর ২ টায় ভাড়াটিয়ারা বাড়ির মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান গোপন সংবাদ পেয়ে টাউন ফাড়ির ইন্সপেক্টর জিল্লুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ভিতরে বঙ্খাটের নিচ থেকে ৫’শ বোতল ফেন্সিডিল, ২ টি টিভিএস মোটর সাইকেল, ১টি এলইডি টেলিভিশন ও ১ টি পিকআপ ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ধুনট বার্তাকে বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ