Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সরকারের তৎপরতায় আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমারের সুর এখন নরম হয়েছে। তারা রোহিঙ্গাদের ফেরত নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এটাকে শেখ হাসিনা সরকারের সাফল্য উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতি করতে গিয়ে বিএনপি এতিম হয়ে গেছে। তারা কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মানবিকতার নামে তামাশা করেছে।’
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয়দের যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও লক্ষ্য রাখছে সরকার। সেই লক্ষ্যে বেকারদের কর্মসংস্থানসহ স্থানীয়দের বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হবে।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।