নিউজ ডেস্ক.
উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা বসছে। বেলা সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা এই সভা আহ্বান করেছেন।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘অদ্য ৩ অক্টোরব, ২০১৭ তারিখ, রোজ মঙ্গলবার বেলা ২.১৫ ঘটিকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিগণের অংশগ্রহণে অত্র কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার অসুস্থতাজনিত ছুটির কারণে আজ সকাল থেকে আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব পালন করছেন।
সোমবার দিবাগত রাতে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সোমবার প্রধান বিচারপতি অসুস্থতাজনিত কারণে এক মাসের ছুটিতে যান। বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর পর রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

