ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

কুড়িগ্রাম প্রতিনিধি.


কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানিতে ডুবে মামুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চর গোরকমন্ডল গ্রাম নিকটবর্তী ধরলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মামুন ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে।

    জানা গেছে, সকালে ধরলা নদীতে মাছ ধরতে যান আব্দুল মজিদ। কিছুক্ষণ পর গ্রামের সমবয়সী দুই তিনজন শিশুর সাথে বাবার মাছ ধরা দেখতে যায় মামুন। সেখানে বাবার খোঁজে নদীর পাড়ে ঘোরা-ফেরার এক পর্যায়ে সকলের অজান্তে পানিতে পড়ে ডুবে যায় সে। মাছ ধরা শেষে বাড়িতে ফিরে ছেলের খোঁজ করেন আব্দুল মজিদ। তখন অন্যান্য শিশুদের সাথে ছেলের নদীর পাড়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন।

    আশে পাশে কোথাও শিশুটিকে পাওয়া না গেলে সকলে মিলে নদীতে খোঁজ করা শুরু হয়। প্রায় ঘণ্টা খানেক পরে নদী থেকে স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে। একমাত্র ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

    নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ