নিউজ ডেস্ক.
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অসুস্থ মানুষ, বিশ্রামে আছেন। উনাকে দেখতে গিয়েছিলাম, দেখে এসেছি। আজ বৃহস্পতিবার বিকালে এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাস ভবনে গিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রায় আধা ঘণ্টা সেখানে কাটিয়ে আইনমন্ত্রী বের হয়ে আসেন।
পরে আইনমন্ত্রী বলেন, তিনি (প্রধান বিচারপতি) অসুস্থ মানুষ, বিশ্রামে আছেন। উনাকে দেখতে গিয়েছিলাম, দেখে এসেছি।
প্রধান বিচারপতি ভিসার জন্য অস্ট্রেলিয়া দূতাবাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমিও তাকে জিজ্ঞেস করিনি, উনিও এ বিষয়ে কোনো কথা বলেননি।
এর আগে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। প্রায় এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন।
আইনমন্ত্রী বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সব ধরনের সহযোগিতা করা হবে।

