Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
ভারতের অরুণাচল প্রদেশে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ সেনা সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে প্রদেশের চীন সীমান্তের তাওয়াংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিমান বাহিনী জানিয়েছে, বায়ু ব্যবস্থাপনায় নিয়োজিত দ্য এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি ভোর ছয়টার দিকে প্রায় ১৭ হাজার ফিট উঁচু থেকে ভেঙে পড়ে।
এটি যে এলাকায় ভেঙে পড়েছে, সেটি তাওয়াং শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে চীন সীমান্ত সংলগ্ন ইয়াংছিতে।
পরে কেন হেলিকপ্টারটি ভেঙে পড়ল, তা তদন্দের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
রাশিয়ার তৈরি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটিকে ভারতের বিমান বাহিনীর ‘মেরুদণ্ড’ বলা হয়ে থাকে। বায়ু ব্যবস্থাপনায় দেশটির এ ধরনের ১৫০টি হেলিকপ্টার রয়েছে। বহরে তারা আরও ৪৮টি হেলিকপ্টার যুক্ত করতে রাশিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছে।
-দ্য হিন্দু