ক্রীড়া ডেস্ক.
‘বিগ বস’ রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। একসময়ের হট টপিক আরশি এবং আফ্রিদির প্রেম কাহিনী আবারও শিরোনামে। ‘বিগ বস’ ১১ এর পার্টিসিপেন্ট আরশি খানের বিষয়ে নতুন তথ্য সামনে এলো। গতবারের ‘বিগ বস’ এর পার্টিসিপেন্ট শহিদ আফ্রিদির সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক ছিল আরশির।
কিন্তু বিগ বসের ঘরে আসার আগের রাতে আরশি ফোন করেছিলেন আফ্রিদিকে। আফ্রিদির কাছ থেকে রেসপন্স না পেয়ে একটু হতাশ হয়েছিলেন আরশি। শহিদ আফ্রিদিকে ভালোবেসে ‘মেহবুব’ বলেও ডাকতেন তিনি। ইন্সটাগ্রামে বেশ কিছু সিডাকটিভ পোস্টও করেন তিনি। ছবিতে আরশির শরীরের বহু জায়গায় শহিদ আফ্রিদির ছবি লাগানো।
উল্লেখ্য, ২০১৫ সালে এই দু’জনের সম্পর্কের কথা জনসম্মুখে আসে। আরশি নিজেই ছবিগুলি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এমনকি আরশি খানের টুইট থেকেও উঠে আসে নানা বিস্ফোরক তথ্য। তিনি একটি টুইট করে লিখেছিলেন, ‘হ্যাঁ আমি আফ্রিদির সঙ্গে সেক্স করেছি। আর এটা আমার ব্যক্তিগত জীবন।’
এরকম নানা উষ্ণতা মেশানো ছবি রইল আপনাদের জন্য।

