রোহিঙ্গাদের শরণার্থী হওয়ার বিষয়ে উদাসীন সু চি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.


জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান মার্ক লোকেক মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে এখনও বাংলাদেশে প্রবেশে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন রোহিঙ্গাদের শরণার্থী হওয়ার বিষয়ে উদাসীন সু চি। আজ শুক্রবার জেনেভায় জাতিসংঘের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জানান, এই প্রবেশ যে আরও বেশ কিছুদিন চলমান থাকবে তা স্পষ্ট। এসময় তিনি রাখাইন রাজ্যের পরিস্থিতি মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন।

    মিয়ানমার সরকারের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটা স্পষ্ট যে রোহিঙ্গাদের শরণার্থী হওয়ার বিষয়ে উদাসীন সু চি সরকার। ফলে এখনও রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। যদিও তারা মিয়ানমারেরই নাগরিক। বহু বছর ধরে তারা সেখানেই বাস করছে।’

    তবে এখনও সেখানে বহু রোহিঙ্গা রয়েছে জানিয়ে তাদের রক্ষায় পরবর্তী পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার কথা বলেন মার্ক লোকেক।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’এর তথ্যমতে, গত ২৫ আগষ্ট মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করার পর এপর্যন্ত ৫ লক্ষাধিক রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ