Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
খাগড়াছড়ির দীঘিনালার বেতছড়ি বিভূতি রঞ্জন কার্বারিপাড়ায় শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তিনজন আহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।
উপজেলার বিভূতি রঞ্জন কার্বারিপাড়ার গ্রামপ্রধান হেমব্রত কার্বারি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা-লংগদু ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে যতী রঞ্জন চাকমার বসতঘরের উঠানে পড়ে। এ সময় বিকট শব্দ হলে ঘরের লোকজন দরজার সামনে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সত্য জীবন চাকমা (২৬) ও তার মা কালা মিলা চাকমা (৪৫) ঘটনাস্থলে মারা যান।
তাদের উদ্ধার করতে এলে সেন্ট্রি চাকমা (১৩), যতী রঞ্জন চাকমা (৬০), ও এন্টি চাকমা (২৫) আহত হন। তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হেমব্রত কার্বারি অভিযোগ করে বলেন, ‘১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের মোটা তার ক্ষয় হয়ে কয়েকটি চিকন তারের ওপর নির্ভর ছিল। এলাকাবাসীর পক্ষ থেকে দেড় বছর ধরে অভিযোগ দেয়ার পরও বিদ্যুৎ বিভাগ শোনেনি। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটল।’
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর বলেন, ‘এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। বিদ্যুৎ বিভাগের কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।