টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান-আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক.

শিগগিরই আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডও টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য পদও পেতে যাচ্ছে আইরিশরা। দুবাইয়ে আইসিসির সভা শেষে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রম এ কথা বলেন।
আয়ারল্যান্ড ও আফগানিস্তানের টেস্ট স্ট্যাটাসের বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেয়ার জন্য আগামী ২২ জুন আলোচনা সভায় বসবে নতুন মেম্বারশিপ কমিটি।
ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আগামী ২২ জুনের আলোচনায় আমরা আইসিসি পূর্ণ সদস্য হতে পারি, যদি আমাদের আবেদনের কাগজপত্র ঠিক থাকে।’
তিনি আরও বলেন, টেস্ট খেলুড়ে ১০ দেশ ১২ তে উন্নীত হতে যাচ্ছে। তবে মাত্র ৯টি দল নিয়মিত লিগ পদ্ধতিতে টেস্ট খেলার সুযোগ পাবে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে এই লিগের অংশ হচ্ছে না। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসেবে আফগানিস্তান ও আমরা শিগগিরই টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছি।
নতুন মানদণ্ডে অর্থসংস্থান, শাসন, জাতীয় দলের পারফরমেন্স এবং উন্নয়ন কর্মসূচির বিষয়গুলো অর্ন্তভুক্ত রয়েছে। এখন পর্যন্ত ১১৭টি ওয়ানডে খেলেছে আয়ারল্যান্ড। জয় পেয়েছে ৫১টিতে, হেরেছে ৫৭টিতে ও টাই হয়েছে ৩টিতে। আর ৬১টি টি-২০ ম্যাচে ২৬টি জয় ও ২৯টি হারের স্বাদ নেয় আইরিশরা।
আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে আয়ারল্যান্ড। ব্রিস্টলে ৫ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৭ মে ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে। এই প্রথমবারের মত পূর্ণ শক্তির দল নিয়েই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ