Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বিশ্বকাপে উঠতে না পারার শঙ্কায় পড়েছে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তারা রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারলেও পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে কোনো দাগ পড়বে না বলে মনে করেন উরুগুয়ের কোচ অস্কার তাবারেস।
তাবারেসের মতে, আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলতে সবকিছু একা করতে পারবেন না মেসি।
২০১৪ সালের বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এবার বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। গত সপ্তাহে নিজেদের মাঠে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করার পর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসির একটি প্রচেষ্টা পোস্টে লাগে। আরও তিনটি গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি, কিন্তু তার সতীর্থরা কাজে লাগাতে পারেনি।
শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনা বিশ্বকাপে উঠতে না পারে, তাহলে সেটা মেসির ক্যারিয়ারে কোনো দাগ ফেলবে কি-না, এমন প্রশ্নের জবাবে তাবারেস বলেন, “এটাকে আমি একটা দাগ হিসাবে দেখি না এবং বিষয়টা এমন হওয়া উচিতও নয়।”
“ফুটবল ইতিহাসে অনেক অসাধারণ খেলোয়াড় আছে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি। আর সেজন্যে তাদের ক্যারিয়ারে কোনো দাগ পড়েনি, অন্তত আমার কাছে নয়। তাছাড়া মেসি এখনও খেলছে। কি হবে আপনি বলতে পারেন না। বাছাইপর্ব পার হতে আর্জেন্টিনা সমস্যায় পড়েছে। কিন্তু তারা যদি উঠতে পারে তাহলে তারা বিশ্বকাপ জেতায় ফেভারিট হবে। সে অনেক বড় খেলোয়াড়, কিন্তু সে একা সবকিছু করতে পারবে না। এটা একটা দলীয় খেলা।”
বাছাইপর্বের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে পাঁচটায় একুয়েডরের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা।