সপ্তাহের ব্যবধানে আরকানসাসে চতুর্থ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

নিউজ ডেস্ক.

প্রায় এক যুগ মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখলেও এক সপ্তাহেই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মার্কিন অঙ্গরাজ্য আরকানসাস প্রশাসন। বৃহস্পতিবার চতুর্থ ব্যক্তি হিসেবে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে ৩৮ বছর বয়সী কেনেথ উইলিয়ামসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কেনেথের বিরুদ্ধে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও কারাগার থেকে পালিয়ে গিয়ে দুইজনকে হত্যার প্রমাণ পাওয়া যায়। এর আগেও তিনি ১৯৯৮ সালে আরকানসাস বিশ্ববিদ্যালয়ে এক চিয়ারলিডারকে খুন করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কেনেথকে একজন বুদ্ধি-প্রতিবন্ধী হিসেবে তার আইনজীবীরা দাবি করে আসলেও মার্কিন সুপ্রিম কোর্ট তাদের এসব দাবি খারিজ করে দেয়। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ইনজেকশন দেয়ার পর কেনেথের মারাত্মক কাশি শুরু হয় এবং তার শরীর ভয়ংকরভাবে কম্পিত হতে থাকে।
এর আগে বিগত সপ্তাহের বৃহস্পতিবার দোষী-সাব্যস্ত হওয়া খুনী লিডেল লি’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রীয়ভাবে প্রাণঘাতী ইনজেকশনে ব্যবহার করা মিডাজোলামের মেয়াদ শেষ হওয়ার আগেই এই চারটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: বিবিসি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ