শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ৫

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি.


বগুড়ার শেরপুরের মহিপুরে বাসের দুই যাত্রীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সোমবার ভোরে ৫ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিমপাড়া গ্রামের হায়দারের ছেলে আব্দুল আজিজ (৩২), আজাদ রহমানের ছেলে কাওছার(৩০), মৃত আলহাজ্ব জহির প্রামানিকের ছেলে সোহেল রানা(২৮), শ্রীখোলা গ্রামের রমজান আলী ওরফে বাবুর ছেলে আব্দুর রাজ্জাক(২৫), ভদ্রকোল গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে হান্নান শেখ(৩৮)।

শেরপুর থানার একটি সূত্রে জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হযরত উল্লাহর ছেলে আবু জাফর ও তার নাতি তৌহিদুর রহমানকে সাথে নিয়ে গত ০৮ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের ইসলামী ব্যাংক হাইওয়ে শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তারা করতোয়া গেটলক সার্ভিসের একটি বাস যোগে বগুড়য় যাচ্ছিলেন।

পথিমধ্যে শেরপুর উপজেলার মহিপুর দুগ্ধ খামারের সামনে কালো রংয়ের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৮৬৪৩) বাসটির পথরোধ করে ডিবি পুলিশের পোশাক পরিহিত ৪ জন ব্যক্তি নিজেদের ডিবির সদস্য বলে পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। এরপর তাদের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাতী বাসষ্ট্যান্ডের অদুরে ফেলে রেখে বেলা ১ টার দিকে ৫ লাখ টাকা নিয়ে চলে যায়।

এ ঘটনায় ওইদিন রাতেই আবু জাফর বাদি হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সোমবার ভোর ৪টার দিকে নিজ নিজ বাড়ি থেকে ঐ সব আসামীদের আটক করে।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ