নিউজ ডেস্ক.
অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্বের প্রভাব নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড এইচ থেলার। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস আজ সোমবার এই পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।
গত বছর চুক্তির সঙ্গে অর্থনীতির সম্পর্কের তত্ত্বতালাশে নোবেল পেয়েছিলেন ব্রিটিশ গবেষক অলিভার হার্ট ও ফিনল্যাতন্ডের বেংক্ট হলস্ট্রম। রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এবারের নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।

