Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরের একজন প্রতিযোগী। জুবায়ের খান নামের এই প্রতিযোগী চলতি আসরের সবচেয়ে বিতর্কিত ব্যক্তি। ইতোমধ্যে এ আসর থেকে বাদ পড়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগ বস এগারো’ প্রতিযোগী জুবায়ের খান ইতোমধ্যে তার বাজে ভাষার জন্য দর্শকদের অপছন্দের পাত্রে পরিণত হয়েছিলেন। এর পর গত পর্বে অনুষ্ঠানের সঞ্চালক সালমান তাকে কড়া ভাষায় কথা বলেন। এরপর জুবায়ের খান অতিমাত্রায় ওষুধ সেবন করলে তাকে দ্রুত লোনাভালা (মুম্বাইয়ের কাছাকাছি একটি স্থান) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মুম্বাইয়ে ফিরেই অ্যান্টপ হিল থানায় সালমানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।
একটি সূত্রের দেয়া তথ্য মতে, প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় এবারের আসর থেকে বাদ পড়েছেন জুবায়ের। তার বিরুদ্ধে মিথ্যা বলারও অভিযোগ রয়েছে। এ প্রতিযোগী নিজেকে দাউদ ইব্রাহীমের আত্মীয় বলে মিথ্যা দাবি করতেন। এ জন্য সালমান তার কড়া সমালোচনা করেন।
সালমানের বিরুদ্ধে অভিযোগ করলেও উল্টো আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন জুবায়ের। আত্মীয় বলে মিথ্যে পরিচয় দেয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে দাউদ ইব্রাহীমের পরিবার।